তালায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুটি দোকানে আগুন। ক্ষতি প্রায় ৩-৪ লক্ষাধিক টাকা

0
0
জহর হাসান সাগরঃ সাতক্ষীরা জেলার  তালা উপজেলার  মেলা বাজারে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের সামনে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুটি দোকান পুড়ে ছাই হয়েছে।এতে ব্যাবসায়ীর প্রায় ৩-৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গিয়েছে।
 আজ সোমবার(১৯ এপ্রিল) দুপর ৩টার দিকে তালা বাজারের মেলা বাজার লিচুতলা নামক স্থানে সিয়াম ভ্যারাইটিস ও সাগর টি ষ্টলে প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিট পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে  আগুন লাগে। এতে সাগর টি ষ্টলের একটি ফ্রিজ,একটি টিভি মনিটর,নগদ অর্থ ও সকল পণ্য পুড়ে ছাই এবং  সিয়াম ভ্যারাইটিস এর একটি ফ্রিজ(আংশিক) ও টিভি মনিটর সহ আংশিক পণ্য পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা সাতক্ষীরা ফায়ার সার্ভিস এ খবর দিলে মিজানুর রহমানের নেতৃত্বে একটি ইউনিট  ও সাধারণ মানুষের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
সাগর টি ষ্টল ও সিয়াম ভ্যারাইটিস এর মালিক পক্ষের সাথে কথা বলে জানা গিয়েছে যে,তাদের দোকানের প্রায় ৩-৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
এদিকে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার তরিফ-উল হাসান,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন,তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল পরিদর্শন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here