তালায় ম্যাজিসেট্রটের অভিযানে শিকারী পাখি উদ্ধার

0
2

জহর হাসান সাগর তালা প্রতিনিধি – সাতক্ষীরা সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল স্যারের আদেশক্রমে তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলামের পরিচালনায় ও সেভ ওয়াইল্ড টিমের সহযোগীতায় পাখি উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। ২২শে (জুলাই) সোমবার সকাল ১০টা সময় এই অভিযান শুরু হয় শিকারি ডাহুক ঘু ঘু সহ অন্যান্য দেশীয় প্রজাতির বেশ কিছু পাখি উদ্ধার করা সহ কয়েকজন পাখি শিকারীদের আটক করা হয়।                                                             ও মোদন পুর গ্রামের পিতা মৃত তছেজ উদ্দীনের ছেলে আব্দুর রব মাহমুদ পাখি ছেড়ে দিয়ে দৌড়িয়ে পালিয়ে যাই তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামে, আলাদিপুর গ্রামে মদনপুর বাজার সংলগ্ন এলাকায় ও পার্শ্ববর্তী তেঁতুলিয়া ইউনিয়নের কিছু পাখি শিকারীদের বাড়িতে। এ সময় ঘু ঘু, ও ডাহুক সহ অন্যান্য প্রজাতির পাখি শিকারেরর যন্ত্রাংশ ও ফাঁদ উদ্ধারা করেন। তাছাড়া উদ্ধারকৃত পাখির খাঁচা ও বিভিন্ন ফাঁদ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আটককৃত পাখি শিকারী হলেন, তালা সদরের জেয়ালা গ্রামের কওসার আলি। তার কাছে থেকে গত মাসে ৪ টি ডাহুক উদ্ধার করেন ‘সেভ ওয়াইল্ড লাইফ’ টিম। একই ব্যক্তির কাছ থেকে আজ আবার ১ টি শিকারি ডাহুক ও প্রচুর পরিমান পাখি শিকারি ফাঁদ উদ্ধার করেন। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলামের নির্দেশনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আটক করেন পুলিশ। পরবর্তীতে লিখিত মোচলকার মাধ্যমে তাদেরকে মুক্তি দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন। অভিযানের সময় উপস্থিতি ছিলেন ‘সেভ ওয়াইল্ড লাইফে’র উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ বাইজিদ হোসাইন, টিমের সভাপতি ইমরান হোসাইন,সাধারণ সম্পাদক রাশেদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, প্রচার সম্পাদক জহর হাসান সাগর, উপ-প্রচার সম্পাদক পলাশ বিশ্বাস, সহ তালা থানা পুলিশের ফোর্স। সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল বলেন বন্যপ্রাণী ও পাখি শিকার বিষয়ে জেলা পাখি শিকারমুক্ত করা হবে। একই সাথে যারা দেশীয় ও পরিযায়ী পাখি শিকার করে ব্যবসা করছেন তাদের বিষয়ে কঠোর আইনী শাস্তির বাস্তবায়ন করা হবে। সাতক্ষীরা জেলা ব্যাপী এ পাখি উদ্ধার ও শিকারীদের আটকের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here