দৈনিক সমাজের কন্ঠ

তালায় সামাজিক ও পরিবেশ সুরক্ষায় করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

জহর হাসান সাগরঃ সাতক্ষীরার তালায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় সামাজিক ও পরিবেশ সুরক্ষায় করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১২ ই জুন) সাতক্ষীরা উন্নয়ন সংস্থা(সাস) এর হলরুমে দিনব্যাপি এই কর্মশালায় জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা উপরিচালক মো: তোফাজউদ্দীন আহমেদ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সিগ্ধা খাঁ বাবলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী,সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন,সহকারী মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান,ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক,তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। কর্মশালা শেষে অতিথিরা তালা গোপালপুর খাল খনন কাজের উদ্বোধন করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, প্রকল্পের আওতায় তালা গোপালপুর খাল খনন টেন্ডার ডিসেম্বার মাসে হয়েছে এখন জুন মাস। র্দীঘ ৬ মাস পরে  এসে বর্ষা মৌসুমে এ খাল খনন করলে বরাদ্দকৃত ২ কোটি ৩০ লক্ষ টাকার খনন কাজে সচ্ছতার নিয়ে প্রশ্ন উঠে। কারণ খাল এখন পানিতে পরিপূর্ণ থাকায় খননে দূর্নীতি হতে পারে।