জহর হাসান সাগর (তালা প্রতিনিধি)- সাতক্ষীরা সাতক্ষীরার তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার ও বিডিইআরএম’র যৌথ উদ্যোগ দলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল নাগরিক উদ্যোগ ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড এর অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সরস্বতী দাশের সভাপতিত্বে ও উদ্দীপ্ত মহিলা সংস্থার প্রোগ্রাম এন্ড ফাইনান্স অফিসার সদয় দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। বক্তব্য রাখেন,মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ,ইসলামকাটি ইউপি সদস্য সঞ্জয় কুমার দে,সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাশ,জুয়েল সরকার,অশোক দাশ,মধাব দাশ,অনিতা সরকার,প্রবীর দাশ প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে দলিত জনগোষ্ঠীর চাহিদা মোতাবেক খলিশখালীর কাশিয়াডাঙ্গা গ্রামের কায়পুত্র পাড়ার ১৫০ পরিবারের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার আশ্বাস প্রদান করেন।