তালায় হঠাৎ একদিনের টানা বৃষ্টিতে উপজেলা সদর সহ জনজীবন এখন বিপর্যস্ত 

0
1
জহর হাসান সাগর তালা প্রতিনিধি: (সাতক্ষীরা)-
তালায় হঠাৎ একদিনের টানা বৃষ্টিতে উপজেলা সদরের
অফিসপাড়া,রাস্তা-ঘাট,পুকুর,ধানেরক্ষেত সহ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।
ভেসে গেছে মৎস্য ঘেরের মাছও । জনজীবন এখন বিপর্যস্ত হয়ে প্রড়েছে।
প্রকাশ,গতকাল শনিবার হঠাৎ ভোর ৪টার দিকে বৃষ্টিপাত শুরু করে চলতে থাকে
সকাল ১০টা নাগাদ পর্যন্ত। এদিকে জেলা আবহাওয়া অফিস এই বৃষ্টিপাতকে এবছরের
সবচেয়ে বেশি বৃষ্টিপাত রের্কড করা হয়েছে বলেও জাি য়েছেন ।  তারা বিশ্বয়
প্রকাশ করে বলেন এত অল্প সময়ে এত বেশি বৃষ্টিপাতের র্রেকড এবছরই প্রথম।
সরজমিনে গিয়ে দেখা যায়, আকষ্মিক বৃষ্টিতে উপজেলার বেশির ভাগ রাস্তা-ঘাট
পানির নিচে ডুবে গেছে। কোথাও হাটু থেকে কোমর পানি। নিম্নাঞ্চলের হাজারো
মানুষ পানি বন্দি হয়ে পড়েছে বলে খোজ নিয়ে জানা গেছে। ঘর-বাড়িসহ প্রায়
অর্ধ-শতাধিক মৎস্য ঘের,পানের বরজ পানিতে তলিয়ে গেছে। নিচু এলাকার অনেক
স্কুল-কলেজে পানি প্রবেশ করেছে। সকাল থেকে টানা বৃষ্টিতে তালা
সদর,খলিলনগর,জালালপুর,মাগুরা খেরশা,তেঁতুলিয়া ইসলামকাটি ইউনিয়নসহ প্রায়
সকল ইউনিয়ন পাটকেলঘাটা বাজারের বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট পানিতে তলিয়ে
গেছে। এদিকে টানা বৃষ্টির কারণে সাধারণ মানুষ ঘর ছেড়ে কর্মস্থলে সঠিক
সময়ে পৌঁছাতে পারেনি এতে করে বিপাকে পড়ছেন সাধারণ খেটে খাওয়া
পরিবারগুলো।এদিকে তালা মডেল স্কুল সংলগ্ন একটি ড্রেন বন্ধ করে দেওয়ায় ঐ
এলাকার মানুষ বৃষ্টির পানিতে বন্ধি হয়ে পড়েছে । অপরদিকে,তালা বাজারসহ
মহল্লাপাড়া,খানপুর,খড়েরডাঙ্গী,মাঝিয়াড়া,মোবারাকপুর এলাকাসহ কয়েকটি এলাকা
পনিতে তলিয়ে গেছে। বৃষ্টির পানি সরানোর ব্যবস্থা চলছে বলে জানান
সংশ্লিষ্ট জনপ্রতিনিধি।
এব্যাপারে জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান,তার
ইউনিয়নের নেহালপুর এলাকায় বৃষ্টির পানি না সরার কারণে ঘরবাড়িতে পানি ঢুকে
পড়েছে।
খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু জানান,তার ইউনিয়নের দাসকাটি
নিকারীপাড়া,মাছিয়াড়া কয়েকটি গ্রাম ও মৎস্য ঘের বৃষ্টিতে তলিয়ে গেছে।
তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান,এখনো
ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি তবে ক্ষয়-ক্ষতির পরিমান জানার চেষ্টা
চলছে।
তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, সে সমস্ত এলাকায়
বৃষ্টি পানিতে তলিয়ে গিয়েছিল সে এলাকায় পানি সরানোর ব্যবস্থা করা হয়েছে।
তবে এতে খানিকটা সময় লাগতে পারে।তবে অতিদ্রুত পানি সরানোর নির্দেশ প্রদান
করা হয়েছে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here