জহর হাসান সাগর – তালা প্রতিনিধি 🙁 সাতক্ষীরা )
সাতক্ষীরার পাটকেলঘাটা আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বখাটে যুবককে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে । ঐ যুবক পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের আফসার“ল মোল্লার ছেলে, ইয়াসিন মোল্লা (২০)। পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাটকেলঘাটার ওভারব্রিজের উপরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় অভিযুক্ত ঐ যুবক কুমিরা মহিলা ডিগ্রী কলেজের পাশে মেয়েদের উত্যক্ত করছিল । এ সময় জনগণ তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেয়। খবর পেয়ে সেখানে উপস্থিত জনগণের সামনে পাটকেলঘাটার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক তার বির“দ্ধে অভিযোগ দাখিল করেন ও অভিযোগের বিষয়ে আসামিকে পড়ে শোনালে ইয়াছীন মোল্যা তার দোষ স্বীকার করেন। আসামি নিজের দোষ স্বীকার করায় তাঁকে দন্ডবিধি, ১৮৬০ আইনের ৫০৯ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।