তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলায় পর্যাপ্ত বেরেছে শিমের চাষ। অল্প সময়ে অধিক লাভের মিলছে এই ফসলে। ঘেরের পাড়ে জমি এবং আবাদি জমি তো এখন চাষ হচ্ছে এই শিম। শিম চাষীদের মধ্যে বইছে খুশির আমেজ উন্নত জাত আর বাম্পার ফলন পেয়েছেন বলে জানা যায় এলাকার কৃষকের কাছ থেকে। তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন ঘোনা বাজারে সরজমিনে গিয়ে দেখা যায় কৃষকেরা ব্যস্ত তারমধ্যে নিজ নিজ উৎপাদিত শিম বিক্রয়ের কাজে। সেখানে পাইকারি ব্যবসায়ী মিজানুর রহমানের সাথে কথা বলে জানা যায় তারা এই বাজারটিতে তিন মাস ধরে শিম সংগ্রহ করছে এখনো দুই মাস পাওয়া যাবে পরবর্তীতে। এবারের ফলন অনেক বেশি বলে জানিয়েছেন এই ব্যবসায়ী প্রতিদিন এখান আশা ব্যাপারীরা ৪০-৫০মন সিম সংগ্রহ করেন। এই ব্যবসায়ী আরো জানান সংরক্ষিত এই শিম গুলো চলে যায় বাংলাদেশের রাজধানী প্রাণকেন্দ্র ঢাকাসহ বিভিন্ন শহর গুলোতে। সাতক্ষীরা জেলার তালা উপজেলার এই সবজি প্রিয় বাংলাদেশের সবার কাছেই বলে জানান এই ব্যবসায়ী। ঘোনা বাজার শিম বিক্রি করতে আসা কৃষক আতাউর জানান এবারের ফলনে তার লাভের অংশটাও অনেক ১৫ কাটা জমি থেকে আজ সংগ্রহ আছে১৮০ কেজি ফসল যা বর্তমান প্রতিকেজি পাওয়া যাচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা দরে। চাষী জিন্নাতুল শেখ জানান বাজারে দর হিসেবে প্রথম দিকে তারা ১২৫ টাকা পর্যন্ত সবজির দাম পেয়েছে যা এই দুদিনে বাজার কমে এসেছে ৩৫থেকে ৪০ টাকায় তিনি আরো জানান তারা এই সবজি গুলো করছেন ঘেরের পাড় ও আবাদি জমিতে।চাষের উৎপাদনের সরকারি সহযোগিতার কথা জানতে চাইলে এই কৃষক আরো জানান ইউনিয়ন সরকারি কৃষি অফিসার তাদের সকল তথ্য ও পরামর্শ দিয়ে প্রতিনিয়ত ও সহযোগিতা করে আসছেন। তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন জানান অল্প দিনে অধিক লাভের জন্য কৃষকেরা এখন শিম চাষের দিকে ঝুঁকছে। কৃষকেরা ঘেরের পাড়ে, রাস্তার পাশে, আবাদি জমিতে তারা এখন সিম চাষ করে কৃষকরা স্বাবলম্বী হচ্ছে বলে জানান ।