সাতক্ষীরার তালায় ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

0
0

জহর হাসান সাগর,  তালা প্্রতিনিধি। সাতক্ষীরা জেলার  তালায় হঠাৎ দমকা হাওয়ায় নিমিষেই মাটিতে পড়ে গেল কৃষকের সোনার ফসল বরোধান ,চরম ক্ষতির সম্মুখীন হাজার হাজার কৃষক।

সোমবার সন্ধ্যায় হঠাৎ দমকা বাতাস। তিন থেকে চার ঘণ্টা স্থায়ী বাতাসে স্থানীয়দের মাঝে শুরু হয় এক ধরনের আতঙ্ক। গভীর রাতে বাতাস কমার পর আতঙ্ক কমে গেলেও সকালে উঠে কৃষকের মাথায় হাত। সূর্যের প্রখরতা বাড়ার সাথে সাথে উঠতি বোরো ধানের শীষ শুকাতে শুরু করে ক্ষেতের পর ক্ষেত।
সাতক্ষীরা জেলার তালাউপজেলার বিভিন্ন মাঠে  দেখা গেছে উঠতি বোরো হাইব্রিড জাতের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার সন্ধ্যায় কয়েক ঘণ্টাব্যাপী দমকা বাতাসে ধান মাটিতে পড়ে উঠতি ফসলের শিষ শুকিয়ে যাচ্ছে। পুরো ক্ষেতে ধানের শিষ মরে শুকিয়ে যাচ্ছে ,বিষয়টি উপজেলায় তালা মোবারকপুর কুড়ির খোল,হরিচন্দ্রকাটি,মুড়াগাছা বিল,জেঠুয়াবিল,শ্রীমন্দকাটি বিল,দৈ সারাবিল, ডিঙ্গার বিল,বাউখোলা বিল,নগরঘাটা,ধানদিয়া বিল, দেখা গেছে।উপজেলার একাধিক কৃষক আমাদেরকে জানান এবার আমাদের বোর ধানের চাষ এবং ফলন খুব ভালো হয়েছিলো,কিন্তু সেই রাতে আচমকা ঝড়ে ধান মাটিতে পড়ে গিয়েছে,তাতে শীষ আসা ধানের মারাত্মক ক্ষতি হবে তাছাড়া গরমে ও প্রকট রোধে ধানের শীষ শুকিয়ে যাচ্ছে। কিছু কিছু কৃষক ক্ষতিগ্রস্থ হবে।
তালা উপজেলা কৃষি উপসহকারী পরিতোষ কুমার বিশ্বাস নতুন ধারা সংবাদ টিভি কে জানান বৈরী আবহাওয়ায় জন্যই এমনটা হয়েছে।তালা উপজেলায় আনু: প্রায় দুই শত হেক্টর জমির ধান মাটিতে হেলে পড়েছে,এখন কৃষকের ধান পুষ্টি হয়ে গেছে তেমন কোন ক্ষতির আশংকা নেই,তবে কোন কোন কৃষকের ধানের ক্ষেতে ক্ষতি হলে সরকারি ভাবে কৃষকদের মাঝে কোন সহযোগীতা দিলে আমরা তাদের মাঝে প্রদান করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here