তালা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশনকালীন সন্তান সহ প্রসূতি মায়ের মৃত্যুঃ স্বজনদের হামলায় আহত ৭

0
0
জহর হাসান সাগর, তালা প্রতিনিধিঃ
সিজার অপারেশন করাকালীন সময়ে সাতক্ষীরা জেলা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ স্বজনেরা হাসপাতাল ঘেরাও করে ভাংচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার বিবরণে জানা যায়, তালা উপজেলায় হাজরাকাটি গ্রামের সাহাবুদ্দিন সরদারের স্ত্রী এক সন্তানের জননী আম্বিয়া পারভীন রিনা(৩০) এর দ্বিতীয় সন্তান প্রসাব করানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মঙ্গলবার বিকালে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএম ও ডা. অতনু কুমার ঘোষ সিজার করার সময় অপারেশন থিয়েটারেই গর্ভের সন্তান সহ মা মৃত্যু বরণ করেন।এসময় প্রসূতি মায়ের স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে হামলা চালান। স্বজনদের হামলায় উভয় পক্ষের প্রায় ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রসূতি মায়ের  দেবর গিয়াস উদ্দিন সরদার জানান যে আমার ভাবীকে তিন ঘণ্টা ধরে অপারেশন থিয়েটারে রেখে যখন কোন সাড়াশব্দ না পাই তখন আমরা দরজায় ধাক্কা দিয়ে ভিতরে ঢুকি এবং  ডাক্তার  কে  বলি যে  আমাদের রোগীর কি অবস্থা,আপনাদের তো সাতক্ষীরা থেকে  অভিজ্ঞ ডাক্তার দিয়ে সিজার করার কথা অভিজ্ঞ ডাক্তার কোথায়? এই বলেল তখন  ডা. অতনু কুমার ঘোষ বলে যে  আপনাদের রোগী এখানে সিজার হবে না আপনারা রোগী কে নিয়ে খুলনায় যান, ততক্ষণে  আমাদের রুগী মারা গেছে এবং   আমাদের কাছে যে অক্সিজেন সিলিন্ডার দেয় সেটা  অল্প কিছুদূর গেলেই ফুরিয়ে যায়। আমাদের দাবি যখন আপনারা পারবেন না তখন তো আমাদের বলে দিতে পারতেন  তিন ঘণ্টা ধরে কেন অপারেশন থিয়েটারে  সিজারের জন্য  রোগী কেন রাখলেন। আমরা  এর সুষ্ঠু বিচার  চাই।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার এর সাথে মোবাইল ফোনে বারংবার চেষ্টা করা হলে তাহার নাম্বার বন্ধ পাওয়া যায়।
.তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মেহেদী রাসেল জানান, ঘটনার খবর শুনে হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here