তালায় তিনগুণ দামে প্যারাসিটামল ওষুধ বিক্রি করায় দুই ফার্মেসীকে জরিমানা 

0
0
জহর  হাসান সাগরঃ সাতক্ষীরার  তালা উপজেলায় মহামারী করোনার  প্রাদুর্ভাবের কারণে  প্যারাসিটামল-জাতীয়
ওষুধের চাহিদা বেড়ে যাওয়ায় কতিপয় কিছু  ওষুধ বিক্রেতা
বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত মূল্যের তিনগুণ দামে এ জাতীয় ওষুধ বিক্রি করছেন। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ হুমায়ুন কবির  নির্দেশনা মোতাবেক আজ বৃহস্পতিবার  (১জুলাই)  খেজুর বুনিয়া বাজারে অভিযান চালিয়ে মোঃ নাসির  নিকারী কে ৩০০০(তিন হাজার) টাকা, এবং পল্লী চিকিৎসক সরজিত সাহা কে ৫০০০ পাঁচ হাজার টাকা জরিমানা করেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ-উল-হাসান  দুটি ওষুধের দোকানে
নির্ধারিত মূল্যের প্রায় তিনগুণ দামে প্যারাসিটামল জাতীয় ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।  এবং  হাজরাকাটী বাজার মুদি দোকান  মোঃ সাকা শেখ কে ৩০০০ (তিন হাজার) টাকা  উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ১১,০০০  টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ৫,২০০ টাকা অর্থদন্ড করা হয় আজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here