জহর হাসান সাগর : সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদকিদের সাথে চলমান করোনা ভাইরাসে সংক্রমণ থেকে মানুষের জীবন রক্ষার্থে জনসচতেনা বৃদ্ধি ও সরকারি সহয়তা প্রদানে দুস্থদের সঠিক তালিকা প্রণয়ন,কুরবানির পশুর হাট সহ চলমান লকডাউন বাস্তবায়নে তালার কর্তব্যরত সাংবাদিকদের সাথে রবিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বহিী অফিসার মো: তারিফ উল-হাসান এর সভাপতিত্ব মত বিনিময় সভা অনুিষ্ঠত হয়।
সভার শুরুতে সভাপতি সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।জনগুরুত্বপুর্ণ মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম তারেক সুলতান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তালা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম,সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হাসান,সাধরণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ন সাধারণ সম্পাদক এম এ মান্নান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসনে,যুগ্ন- দপ্তর সম্পাদক এস এম হাসান আলী বাচ্ছু ,সিনি : কার্য্যকারী সদস্য শেখ আব্দুস সালাম, বি এম বাবলুর রহমান,সাধারণ সদস্য কাজী ইমদাদুল বারী জীবন, মো: আফজাল হোসনে,মো: লিটন হুসাইন,শেখ ফয়সাল হোসেন,মো: বোরহান উদ্দীন, আব্দুল্লাহ আল- মামুন, মো: সাগর মোড়ল। তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসনে, সহ-সভাপতি ইন্দ্রজিৎ দাশ বাপ্পী, নারায়ন মজুমদার, সাধারন সম্পাদক বি এম জুলফিক্কার রায়হান,মিজানুর রহমান,পার্থ মন্ডল, শাহিনুর রহমান, তালা সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্¦ার, সাধারন সম্পাদক আকবর হোসেন,আক্তারুল ইসলাম, হাসানুরজ্জামান হাসান প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূিম) বলেন,করোনা কালীন সময়ে প্রশাসনের সাথে সাংবাদিক মহল সহযোগিতা করেছেন। প্রশাসনের পক্ষ হতে তিন জন নির্বাহী ম্যাজি: এর নেতৃত্বে ুিলশ, বি.জি.বি সেনাবাহিনী প্রতিনিয়ত টহল দিয়ে যাচ্ছেন। গ্রামের দোকানপাটে ভীড় ও সেখানে জুয়া খেলা বন্ধ করার প্রতিবিশেষ নজরদারি বাড়াতে প্রশাসনের নির্দ্দেশ প্রদান করেন। করোনা কালীন সময়ে কিস্তি আদায়ের ব্যাপারে বলেন,কোন এনজিও কিস্তি আদায় করতে দেখা গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।করোনা কালীন সময়ে এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধি পাওয়া ও মোবাইলপাপজি খেলা বন্ধ করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করনে।সাধারণ মানুষের ঘরে ফেরাতে চেষ্টা করে অব্যাহত “জরিমানা করা আমার উদ্দেশ নহে,সর্তক করা টায় আমার মূল লক্ষ্য”। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ হাজার মানুষের মাঝে করোনা সহয়তা প্রদান করা হয়েছে বলে জানান । এছাড়া প্রতিটা ইউপি চেয়ারম্যানের কাছে ৩লক্ষ ৫০ হাজার টাকা করোনা কালীন সহয়তা বাবদ প্রদানের করেছেন বলে জানান । সামনে কোরবানী ঈদ সকলকে আরো সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। ঈদে কুরবানীর পশুর হাট কিভাবে বসানো যায় তাহার বিষয়ে সরকারী মোতাবকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।