তালায় মৎস্য চাষীদের মাঝে পিএইচ মিটার বিতরণ

0
0

জহর হাসান সাগর তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় মৎস্য চাষীদের মাঝে পিএইচ মিটার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা উপজেলা মৎস্য অফিসারের অফিস কক্ষে ১০টি মিটার বিতরণ করা হয়।

পিএইচ মিটার বিতরণের সময় উপস্থিত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিন্ধ্যা খাঁ বাবলি,ক্ষেত্র সহকারী শিবাশীষ বৈরাগী,প্রকল্পের ফিল্ড প্রোমোটার মো: ওয়ালিদ হোসেন প্রমুখ। চাষীদের মধ্য তপন কুমার ঘোষ,একে আজাদ, মিলটন সহ সকল চাষীরা উপস্থিত ছিলেন।
ফিড দ্যা বাংলাদেশ আ্যক্টিভিটির আওতায় এম ওয়ার্ল্ড “এগিয়ে চলা” প্রকল্পটি মূলত ইউএসআআইডির অর্থায়েন এবং ওয়ার্ল্ড ফিশ এর বাস্তবায়নে মাঠ পর্যায়ে পরিকল্পনা ও বাসÍবায়ন করার জন্য কাজ করছেন।
প্রকল্পের ফিল্ড প্রোমোটার মো: ওয়ালিদ হোসেন বলেন, পিএইচ মিটার মূলত পানির লবণাক্ত ও ক্ষারত্ব কতটুকু তা পরিমাপ করার জন্য বিশেষ ভাবে ভূমিকা রাখে। তাই আমারা ১০ জন মৎস্য চাষীদের মাঝে এ মিটার বিতরণ করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here