তালা উপশহরকে পৌরসভা করার দাবিতে মানববন্ধন

0
0
জহর  হাসান সাগরঃ সাতক্ষীরার তালা উপজেলার প্রধান  উপ-শহরের নাজেহাল অবস্থা। এই পরিবেশ থেকে উত্তরণের জন্য সাতক্ষীরার তালা উপশহর পৌরসভা বাস্তবায়ন একমাত্র সমাধান বিধায় পৌরসভা ঘোষনার দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৫ জানুয়ারী ) সকালে তালা পৌরসভা বাস্তবায়ন পরিষদের তালা উপজেলা পরিষদের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও শিক্ষকনেতা মোস্তাফিজুর রহমান তিতু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শেখ শফিউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আওছাফুর রহমান,শেখ সাজ্জাত হোসেন শিক্ষক মিজানুর রহমান, জুলফিক্কার আলী, আব্দুল আলিম  হযরত আলী, আব্দুর রব, মনিরুজ্জামান মনি ও ছাত্রলীগনেতা রাজন প্রমূখ বক্তব্য রাখেন।
এই মানবন্ধন কর্মসূচিতে বিভিন্ন বক্তরা বলেন, তালা উপশহর শুধু নামমাত্র পৌরসভা যাহা কেবল জমি রেজিস্ট্রি করতেই সরকারী ভ্যাট পৌরসভার নামেই জমা দিতে হয়। তাছাড়া আর কোন স্থানে এই পৌরসভার ছোঁয়া নেই।  তালা উপশহর দীর্ঘদিন অবহেলিত। তালা কাঁচা বাজারের অবস্থা আরও ভয়াবাহ। বর্ষা মৌসুমে তালা উপ-শহরের অধিকাংশ এলাকা জলাবদ্ধ থাকে।  যান বহন চলাচলের নানা প্রতিবন্ধকতা সৃষ্টি যেন নিত্যনের সঙ্গী।  পথচারী দের যাতায়াতের অসুবিধা সহ নানাবিধ সমস্যা। এ সমস্যা   সমাধানে একমাত্র মুক্তির পথ হলো তালা উপশহরকে পূর্ণাঙ্গ পৌরসভা ঘোষনা করা।
সাতক্ষীরা – ১ (তালা- কলারোয়ার) সাংসদ, সদস্য,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকলের কাছে তালা উপশহরকে পৌরসভা ঘোষনার আহবান জানান তালা উপজেলা সর্বস্তরের মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here