দৈনিক সমাজের কন্ঠ

তালা’য় বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখায় স্বপ্ন ঘোষ’কে প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত

জহর হাসান সাগর- বাল্যবিবাহ প্রতিরোধে জালালপুর কিশোর কিশোরী ক্লাবের সদস্য স্বপ্ন ঘোষকে উপহার দিলেন তালা উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

সাতক্ষীরার তালা উপজেলা জালালপুর ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাব এর সদস্য স্বপ্ন ঘোষ, পিতা সাবেক মেম্বার পলাশ ঘোষ বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টা সময় তালা উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বপ্ন ঘোষকে উপহার তুলে দেন তালা উপজেলা নির্বাহি অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, ও তালা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
উল্লেখ্য গত ২৮ শে জানুয়ারি তালা উপজেলার জেঠুয়া গ্রামে অষ্টম শ্রেণীর এক অপ্রাপ্তবয়স্ক’ শিক্ষার্থীর বিয়ে হচ্ছিল এই খবর জানার সঙ্গে সঙ্গে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জালালপুর কিশোর- কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার সরদার নাজমুলকে জানান জালালপুর কিশোর কিশোরী ক্লাবের সদস্য স্বপ্ন ঘোষকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং বাল্যবিবাহ বন্ধ করতে সফল হন।