তালায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

0
0
জহর হাসান সাগরঃ সাতক্ষীরার তালায় “পুষ্টি,মেধা,দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” শ্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) এর অর্থায়নে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভ্রাংশু শেখর দাশের পরিচালনায় প্রদর্শনী উদ্বোধন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ সুখেন্দু শেখর গাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক প্রমুখ। উদ্বোধনের পর মেলার ৩৬ টি প্রদর্শনী ঘুরে দেখা সহ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here