আফগানিস্তানে তালেবানের সঙ্গে সিআইএ প্রধানের প্রথম গোপন বৈঠকঃ দুশ্চিন্তায় ভারত

0
0

ডেস্ক নিউজঃ কাবুল গিয়ে তালেবান নেতার সঙ্গে গোপন বৈঠক করলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রধান উইলিয়াম বার্নস।

আমেরিকার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বৈঠক হয়েছে গত সোমবার। বার্নস কাবুল গিয়ে তালেবানের সহ প্রতিষ্ঠাতা আব্দুল গনি বরাদরের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠক ছিল পুরোপুরি গোপন। ওয়াশিংটন পোস্টের এই খবর সত্যি হলে, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর এই প্রথম বাইডেন প্রশাসনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তালেবানের মুখোমুখি বৈঠক হলো। আফগানিস্তানে হাজার হাজার মানুষ আটকে পড়েছেন। তাদের বের করে নিয়ে আসা খুবই বড় চ্যালেঞ্জ। এই পরিপ্রেক্ষিতে বার্নসের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

বার্নস হলেন বাইডেন প্রশাসনের সব চেয়ে অভিজ্ঞ কূটনীতিক। আর বরাদর হলেন অন্যতম প্রধান তালেবান নেতা। তিনি কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক অফিস সামলাতেন।

সিআইএ-র মুখপাত্র সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, তারা কখনোই ডিরেক্টর কোথায় যাচ্ছেন, তা নিয়ে আলোচনা করেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here