দৈনিক সমাজের কন্ঠ

দুই মন্ত্রীর পেইজ বন্ধ করায় আফগানিস্তানে ফেসবুক বন্ধ করেছে দিয়েছে তালেবান

ইলিয়াস সারোয়ার: আফগানিস্তানের তালেবান সরকারের দুই মন্ত্রীর ফেসবুক পেইজ বন্ধ করে দেওয়ার প্রতিক্রিয়ায় সারা দেশ থেকেই ফেসবুক বন্ধ করে দিয়েছে তালেবান সরকার।

ইমারাতে ইসলামিয়া উর্দু নামক টুইটার অ্যাকাউন্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গতকাল করা এক টুইটে সেখানে বলা হয়, ফেসবুক কর্তৃপক্ষ ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পেইজ বন্ধ করে দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইমারাতে ইসলামিয়া সরকার পুরো আফগানিস্থানে ফেসবুক বন্ধ করে দিয়েছে।

উক্ত ট্যুইটের পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রশংসায় ভাসতে থাকে তালেবান প্রশাসন।

সাঈদ কাদির বলেন, এটাকেই বলে আত্মমর্জাদা! এটাই মূলত জুকারবার্গ-টিমের যথার্থ প্রাপ্য।

এমন প্রচুর মন্তব্যে ভরে গেছে টুইটের কমেন্টবক্স। রিটুইট হয়েছে অসংখ্য।