তুরস্কে অভ্যুত্থান ঘটানোর চেষ্টাকারীর মুক্তি চাওয়ায় আমেরিকাসহ ১০ দেশের রাষ্ট্রদুত বহিস্কার

0
0

ডেস্ক নিউজঃ তুরস্কে অভ্যুত্থান ঘটানোর চেষ্টাকারী মাস্টারমাইন্ড এক সন্ত্রাসীকে জেল থেকে মুক্তি দিতে আমেরিকা সহ বিশ্বের ১০ টি দেশ বিবৃতি দেওয়ায়  যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ তুরস্কে নিযুক্ত ১০টি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কারাবন্দী সুশীল সমাজের এক নেতার মুক্তি দাবি করায় স্থানীয় সময় শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রীকে এ নির্দেশ দেন প্রেসিডেন্ট এরদোয়ান। খবর এএফপির। এই ১০টি দেশ হচ্ছে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গতঃ গত চার বছর ধরে জেলে থাকা ওসমান কাবালা নামক একজন ব্যবসায়ীর মুক্তির দাবিতে গত সপ্তাহে এক যৌথ বিবৃতি দেয় আমেরিকা সহ মোট দশটি দেশের রাষ্ট্রদূতরা।(এই কাবালাকে ২০১৩ সালের সরকার বিরোধী গেজি পার্ক আন্দোলন ও ২০১৬ সালের সামরিক অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড মনে করা হয়)। তাদের সে বিবৃতিতে পরোক্ষভাবে তুরস্ককে কিছুটা হুমকিও দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয় তুরস্কের সরকার। শেষ পর্যন্ত দেশটির রাষ্ট্রপতি এরদোয়ান আজকে ঘোষণা দেন যে ওই রাষ্ট্রদূতদেরকে তুরস্কে অবাঞ্চিত ঘোষণা করা হবে। সেই বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, ফ্রান্স, সুইডেন, কানাডা, নরওয়ে এবং নিউজিল্যান্ড। আশ্চর্যজনকভাবে সেই দলে নেই যুক্তরাজ্যের রাষ্ট্রদূত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here