ভূমধ্যসাগরে জলসীমা ও প্রাকৃতিক সম্পদের ওপর আ’ধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুরস্ক ও গ্রিসের মধ্যে দী’র্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। সাম্প্রতিক সময়ে ন্যাটোভুক্ত দেশ দুটির সম্পর্ক চরম মাত্রায় পৌঁছেছে।ভূমধ্যসাগরে উভয় দেশেই সামরিক তৎপরতা বাড়িয়েছে। তাতে গ্রিসের পক্ষ হয়ে ইন্ধন জোগাচ্ছে ফ্রান্স।