দৈনিক সমাজের কন্ঠ

মেয়েকে ধর্ষণ করে মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়া সেই শ্রমিক লীগ নেতা জামিনে মুক্ত

বগুড়া কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার রবিবার দুপুরে বলেন, গত ১০ জানুয়ারি তুফান সরকারের জামিনের কাগজপত্র বগুড়া কারাগারে এসে পৌঁছয়। এরপর সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বিকেল সাড়ে ৫টার দিকে কারাগার থেকে তিনি মুক্তি পান।

খোঁজ নিয়ে জানা গেছে, তুফান সরকারের বিরুদ্ধে মোট ৮টি মামলা চলমান ছিল। এর মধ্যে আলোচিত ছাত্রী ধর্ষণ এবং ওই মেয়ে ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার মামলাটি বাদীপক্ষ আদালতে পুলিশের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ মামলা দায়ের করার অভিযোগ এনে এফিডেভিট করে। এর কারণে অনেক আগেই আলোচিত এই মামলাটিতে তুফান সরকারের জামিন হয়ে যায়। এর পরও ভিন্ন মামলা থাকার কারণে তিনি দীর্ঘ সাড়ে তিন বছর ধরে কারাগার থেকে বের হতে পারেননি। সর্বশেষ মানি লন্ডারিং আইনে দায়ের করা একটি মামলায় শুনানি শেষে হাইকোর্ট থেকে গত ৫ জানুয়ারি তুফান সরকারের জামিন হয়। এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এসংক্রান্ত নথিপত্র গত ১০ জানুয়ারি বগুড়া কারাগারে এসে পৌঁছয়। ওই দিনই মুক্তি পেয়ে কারাগার থেকে বের হন তুফান সরকার। এর আগে ২০১৭ সালের ২৯ জুলাই সদর থানার দায়ের করা মামলার আসামি হিসেবে কারাগারে প্রবেশ করেছিলেন তিনি।

সূত্রঃ কালের কন্ঠ