দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ার কেরালকাতা ইউপি’র ১নং ওয়ার্ডের ভোট পুনরায় গণনার দাবীতে মানববন্ধন

জুলফিকার আলী, কলারোয়া সাতক্ষীরা থেকেঃ  সাতক্ষীরার কলারোয়ার উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের কিসমত-ইলিশপুর ১নং ওয়ার্ডের নির্বাচনে ভোট পুনরায় গণনার দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার (৭জানুয়ারী) বিকেলে যশোর-সাতক্ষীরা মহা সড়কের কিসমত-ইলিশপুর মোড়ে শত শত গ্রামবাসী ওই মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে তাদের সকলের দাবী ৫জানুয়ারী বুধবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সাবেক মেম্বর সাইফুর রহমান বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। সে কারনে ভোট পুনরায় গণনা করলে আবারও ১নং ওয়ার্ড থেকে সাইফুর রহমান ইউপি সদস্য নির্বাচিত হবেন। ইউপি সদস্য সাইফুর রহমান মানববন্ধনে বলেন-তার ভোট সঠিক ভাবে গণনা করা হয়নি। তিনি বার বার বলার সত্বেও ১নং ওয়ার্ড থেকে ইউপি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে দায়িত্ব থাকা প্রিজাইডিং অফিসার হারুন-অর-রশিদ তার কথায় কর্ণপাত করেনি। তিনি ¯ে^চ্ছাচারিতা, দূর্নীতির মাধ্যমে এক প্রার্থীর পক্ষ নিয়ে ভোট গণনা করেন। সে কারনে ইউপি সদস্য সাইফুর রহমানের পক্ষে এলাকাবাসী কিসমত-ইলিশপুর ১নং ওয়ার্ডের ভোট পুনরায় গণনার দাবীতে মানববন্ধন করেন।