হাফ-ভাড়া দাবীঃআন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

0
0

ডেস্ক নিউজঃ গণপরিবহনে স্টুডেন্টদের হাফ-পাস বা অর্ধেক ভাড়া’র দাবিতে রাজধানীর সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, উদয়ন কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৩শে নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মশাল মিছিল ও সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ।

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের স্বশস্ত্র হামলার পুর্ব মুহুর্ত

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল শুরু করে ছাত্র অধিকার পরিষদ। মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে এই মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী শতাধিক নেতাকর্মী অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here