দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগরের কোটা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার সভাপতি গ্রেফতার

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর(যশোর) প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে এক হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে একই মাদ্রাসার এক শিক্ষিকাকে শ্লিলতাহানীর অভিযোগ উঠেছে। বুধবার রাতে শ্লিলতাহানীর শিকার শিক্ষিকা অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত সভাপতি কে আটক করেছে । মামলার সুত্রে জানা,যায় অভয়নগরের কোটা হাফিজিয়া পরুষ ও মহিলা মাদ্রাসা ও এতিমখানার সভাপতি হাজী মোঃ আব্দুর সবুর শেখ (৬০) গত মঙ্গলবার সকালে মাদ্রাসার শিক্ষিকাকে শ্লিলতাহানী চেষ্টা করেন। ঘটনার দিন সকাল ৮ টার দিকে ভুক্তভোগী শিক্ষিকা মাদ্রাসার আবাসিক হলে তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন, এমন সময় সভাপতি হাজী আব্দুর সবুর (৬০) শিক্ষিকার স্বামীকে ডাকতে ডাকতে তার কক্ষে ঢুকে তার স্বামীর অনুপস্থিতি টের পেয়ে শিক্ষিকাকে জাপটে ধরেন। এ সময় ওই শিক্ষিকা চিৎকার শুরু করলে সভাপতি সবুর পালিয়ে যান।ঘটনার দিন শিক্ষিকার অভিযোগ এর পরিপেক্ষিতে মাদ্রাসা কার্যনির্বাহী কমিটি বিষয়টি নিয়ে শালিসী বৈঠকে বসে। এ সময় শতাধিক এলাকা বাসী সঠিক বিচারের দাবী তে প্রতিবাদ শুরু করে বিক্ষোভ প্রদর্শন করে। কিছুক্ষন পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। এবং সঠিক বিচারের এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবার কথা বললে এলাকাবাসী শান্ত হয়। অত:পর বাড়ি থেকে সভাপতি আব্দুর সবুর কে আটক করে থানায় নিয়ে আসে। ওই দিন রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।এ বিষয়ে এলাকাবাসী সঠিক তদন্তপুর্বক অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তির জোর দাবী জানান। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।