অভয়নগরে ইউপি সদস্য উত্তম হত্যাকান্ডঃ অস্ত্র গুলি ও বিস্ফোরক সহ ৫ সন্ত্রাসী আটক

0
0

স্টাফ রিপোর্টারঃ যশোর অভয়নগরের সুন্দলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) উত্তম সরকার হত্যার রহস্য উদঘাটিত হয়েছে এবং হত্যাকান্ডে জড়িত আন্ডারওয়ার্ল্ডের ৫ খুনী আসামীকে আটক করা হয়েছে এবং ওই হত্যা মিশনে ব্যবহৃত অস্ত্র, গুলি সহ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

নব নির্বাচিত ইউপি সদস্য উত্তমের নিকট চাদা ধার্য করে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা। ধার্যকৃত চাঁদার টাকা না পেয়ে গত ১০ই জানুয়ারী রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার হরিশংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে আন্ডারওয়ার্ল্ডের ওই সন্ত্রাসী সংগঠন ‘নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টি’র সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে খুন হন উত্তম সরকার।

এই ঘটনায় অভয়নগর থানার একটি হত্যা মামলা হয়, যাহার মামলা নং-০৭, তাং-১১/০১/২০২২ ইং ধারা- ৩০২/৩৪।

চাঞ্চল্যকর মামলাটি জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি)
তদন্তের দায়িত্ব দেওয়া হলে
ডিবি’র অফিসার ইনচার্জ রুপন কুমার সরকারের সার্বিক সহযোগীতায় পুলিশ পরিদর্শক শেখ শাহিনুর রহমান এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন ও এসআই মফিজুল ইসলামের সমন্বয়ে একটি চৌকশ টিম তদন্তে নেমে ইং ১৫ জানুয়ারি রাত দেরটা থেকে ১৬ জানুয়ারি ভোর পাঁচটা পর্যন্ত খুলনা জেলার ডুমুরিয়া থানা, যশোর জেলার অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে জড়িত ৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর হলো
খুলনার ডুমুরিয়া থানার রুদাঘরা উত্তরপাড়া গ্রামের ইসাহাক গোলদারের পুত্র ইকরামুল গোলদার @ ছদ্মনাম জুয়েল (১৯), একই থানার দিঘলিয়া এলাকার মৃত বিষ্ণুপদ মন্ডলের পুত্র বিজন কুমার মন্ডল @ বিনোদ (৪২), অভয়নগর থানা সুন্দলী পূর্বপাড়া এলাকার মৃত নিতাই বিশ্বাসের পুত্র প্রজিৎ বিশ্বাস বুলেট (৪৬), মনিরাপুর থানা এলাকার সুজাতপুর এলাকার পরিতোষ বিশ্বাসের পুত্র পল্লব বিশ্বাস @ ছদ্মনাম সুদিপ্ত (২৪),শ্যামনগর থানার কদমতলা এলাকার মৃত শিব পদ মন্ডলের পুত্র প্রশান্ত মন্ডল (৩৮),
এ সময় তাদের হেফাজত হইতে হত্যার মিশনে ব্যবহৃত অস্ত্রগুলি, বিস্ফোরকদ্রব্য, মোবাইল ফোন, মটরসাইকেল জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখা ডিবি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত ও পলাতক আসামীগণ একটি সংঘবদ্ধ “নিউ বিপ্লবী কমিউনিষ্ট” পার্টির সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে তাদের দলীয় ছদ্মনাম ব্যবহার করে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের জেলা সমুহে বিভিন্ন এলাকায় হত্যা, চাঁদাবাজি সংঘটন করে থাকে।

অবৈধ অস্ত্রগুলি উদ্ধার সংক্রান্তে এসআই শামীম হোসেন বাদী হয়ে অভয়নগর ও মনিরামপুর থানায় পৃথক ২টি মামলা দায়ের করেন যাহার অভয়নগর থানার মামলা নং-০৯,মনিরামপুর থানার মামলা নং-০৯,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here