দৈনিক সমাজের কন্ঠ

মৌলভীবাজারে ভোট শুরুর আগেই পাওয়া গেলো সিল মারা ব্যালট পেপার

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটের আগের রাতে ৩৫০টি ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটগ্রহণ শুরুর আগে ব্যালট পেপার চেক করার সময় প্রায় ৩৫০টি জাল ভোট ধরা পড়ে। ফলে সঠিক সময়ে ভোটগ্রহণ শুরু হয়নি। পরে প্রার্থীদের সমঝোতায় এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।