দৈনিক সমাজের কন্ঠ

বিদায়ী জার্মান রাষ্ট্রদুতের সাথে ভিপি নুরের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজঃ বাংলাদেশ থেকে বিদায়ী জার্মানী রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ এর সাথে তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ডাকসু ভিপি নুরুলহক নুর। আজ সন্ধ্যা ৭টায় জার্মান রাষ্ট্রদূতের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাতের বিষয়ে নুরুল হক নুর তার ফেসবুক পেজে পোস্টে জানান, বিদায়ী জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ এর সাথে তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ডাকসু ভিপি নুরুলহক নুর। বাংলাদেশের জনগণের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন এই রাষ্ট্রদুত।বাংলাদেশের তরুণদের নিয়ে খুবই আশাবাদী। তার আশা বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা করা হলে বাংলাদেশ অনেকদূর এগিয়ে যাবে। সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে এদেশের রাজনীতিবিদদের সততার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।একই সাথে তারুণ্যের আসন্ন রাজনৈতিক দলের প্রতি শুভকামনা জানিয়েছেন।

এর পূর্বেও নুরুলহক নুর জার্মান রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন। সেখানেও তাদের দুজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।