গাড়িচাপা দিয়ে ভিপি নুরকে হত্যার অপচেষ্টা। জনতার ধাওয়ায় সন্ত্রাসীদের পলায়ন

0
0
ভিপি নুর (ফাইল ছবি)

সমাজের কন্ঠ ডেস্ক: গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। তাঁর অভিযোগ, গতকাল বুধবার রাতে রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে একটি প্রাইভেট কার হুইসেল বাজিয়ে তাঁর ছোট ভাইয়ের মোটরসাইকেলকে অনুসরণ করে ও ধাক্কা দেওয়ার চেষ্টা করে, যে মোটরসাইকেলে করে সাধারণত তিনি (নুরুল) বাড়ি ফেরেন।
এমন অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় বুধবার দিবাগত রাত সাড়ে চারটায় অভিযোগ দায়ের করেছেন নুরুল হক। অভিযোগে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ‘সুমর্জি’ চেয়েছেন নুরুল হক।
অভিযোগে বলা হয়, বুধবার রাত আনুমানিক ১১টার সময় পল্টন থেকে বাড্ডার বাসায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেট কার পেছন থেকে নুরুল হকের নিয়মিত ব্যবহৃত মোটরসাইকেলকে তাড়া করে ও পরপর দুবার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মোটরসাইকেলচালক আমিনুল ইসলাম (২৪) কৌশলে প্রাইভেট কারের ধাক্কা এড়িয়ে যাওয়ায় গাড়িটি হাতিরঝিল থানাধীন ডিআইটি রোডে আবুল হোটেলের সামনে একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। বাসের সঙ্গে ধাক্কা দেওয়ার পরে প্রাইভেট কারটির চালক গাড়িটিকে কিছুটা পেছন দিকে নিয়ে ফের ওই মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। ইতিমধ্যে স্থানীয় জনসাধারণ এগিয়ে আসতে থাকলে প্রাইভেট কারটি ইউটার্ন নিয়ে চলে যায়।

অভিযোগে নুরুল বলেন, ‘এ ঘটনার সময় আমি আমার মোটরসাইকেলে না থেকে পাশের অন্য একটি গাড়িতে ছিলাম। আমার সহযোগী শাকিল উজ্জামান ও সোহরাব হোসেন পেছনের আরেকটি গাড়িতে থেকে ঘটনা প্রত্যক্ষ করেন। গাড়িচাপা দিয়ে হত্যার উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়েছে বলে আমার বিশ্বাস।’

নুরুল হক বলেন, ‘পল্টনের দলীয় অফিস থেকে সাধারণত মোটরসাইকেলে করে বাসায় ফিরি। গতকাল প্রাইভেট কারে করে এসেছি। মগবাজার-মৌচাক ফ্লাইওভারে একটি প্রাইভেট কার হুইসেল বাজিয়ে আমার ছোট ভাইয়ের মোটরসাইকেলকে তাড়া করে। এ ঘটনায় আমরা ন্যায়বিচার পাব কি না জানি না।’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে নুরুলের ছোট ভাই আমিনুল ইসলাম বলেন, ‘আমি শান্তিনগর ব্রিজের ওপর দিয়ে আসছিলাম, পেছনে একটি প্রাইভেট কার হুইসেল বাজিয়ে আসছিল৷ প্রশাসনের গাড়ি ভেবে আমি ডান সাইড ছেড়ে দিই। ব্রিজ থেকে নামতেই যে স্পিড ব্রেকার, সেখানে গাড়িটি আমাকে আটকায়। আমি বলি যে “এগুলো কী, ভাই?” তখন গাড়ি থেকে দুজন নেমে এসে আমাকে ধরার চেষ্টা করলে আমি মোটরসাইকেলটি দ্রুত টান দিয়ে কোনো রকমে চলে আসি। গাড়িটি হুইসেল বাজিয়ে তখনো আমাকে অনুসরণ করছিল। ভেবেছি, ডিবি আমাকে ধরতে এসেছে। এই ভয়ে আমি জোরে গাড়ি চালাতে থাকি। হঠাৎ সামনে একটি বাস পড়ে, এর ডান দিকে একটু জায়গা ছিল। ওই জায়গাটুকু দিয়ে আমি পার হয়ে যাই। তখন ওই গাড়িটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। ডিবি গ্রেপ্তার করতে এসেছে কি না, সেই ভয়ে আমি সোজা বাসায় চলে যাই।’
এদিকে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা আড়াইটায় পল্টনের জামান টাওয়ারে নুরুলদের সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্র অধিকার পরিষদ।

সূত্র: প্রথম আলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here