দৈনিক সমাজের কন্ঠ

মিডিয়ায় দুশ্চরিত্রহীন‘কে দুশ্চরিত্র লিখে ভিপি নুরকে বিতর্কিত করার চেষ্টা

ডাকসু ভিপি নুরুল হক নুর (ফাইল ফটো)

সমাজের কন্ঠ ডেস্ক: ফেসবুক লাইভে ধর্ষণ মামলার বাদীকে ‘দুশ্চরিত্রা’ বলার অভিযোগ সম্পর্কে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, ‘‘দুশ্চরিত্রা নয়, আমি দুশ্চরিত্রহীন বলেছি৷”

নারীনেত্রী ও মানবাধিকার কর্মীরা বলছেন, বাংলা ভাষায় ‘দুশ্চরিত্রহীন’ শব্দই নেই, নূর আসলে কৌশলে দায় অস্বীকারের  অপচেষ্টা করছেন৷

নূর বলছেন, ‘‘দুশ্চরিত্রাহীন, মানে তাকে চরিত্রবান বা চরিত্রহীন কোনোটাই বলিনি৷ তিনি অন্যের প্ররোচনায় এসব কাজ করছেন৷” এর জবাবে ধর্ষণের মামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী বলেন, “নুর আগেই আমাকে দেখে নেয়ার হুমকি দিয়েছিলে৷ আর এখন ফেসবুক লাইভে আমাকে দুশ্চরিত্রা বললো৷ এতেই বোঝা যায় যে, তার আসল উদ্দেশ্য কী?”
নুরুল হক নূর রবিবার রাতে ফেসবুক লাইভে তাদের বিরুদ্ধে তিন সপ্তাহ আগে করা ধর্ষণ মামলা নিয়ে কথা বলেন৷ তিনি বলেন, ” তদন্ত করে দেখেছি, ছাত্র অধিকার পরিষদের আব্দুল্লাহ হিল বাকি, নাজমুল হুদা ও সাইফুল ইসলাম এবং আমার এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নেই৷”
গত ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নুরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন৷ নূরের বিরুদ্ধে অভিযোগ ধর্ষণে সহযোগিতার৷ অভিযুক্তদের মধ্যে মামুন ও সোহাগকে ছাত্র অধিকার পরিষদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে৷
ওই ছাত্রী ৮ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আসামিদের গ্রপ্তারের দাবিতে অনশন শুরু করেন৷ শনিবার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে চিকৎসা দেয়া হয়৷ চিকিৎসার পর আবার অনশন শুরু করেছেন তিনি৷