দৈনিক সমাজের কন্ঠ

ভূরুঙ্গামারীতে বৃষ্টির মধ্যে ক্ষেতের ধান ঢাকতে যেয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো কৃষকের

আজিজুল হক নাজমুল (রংপুর) – ভূরুঙ্গামারীতে বৃষ্টির মধ্যে ক্ষেতের ধান ঢাকতে যেয়ে বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের। ভূরুঙ্গামারীতে ক্ষেতের ধান ঢাকা হলোনা কৃষক জলিলের। তার আগেই বজ্রাঘাতে প্রাণ গেল ঐ কৃষকের। এমর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে উপজেলার ভারতীয় সীমান্ত ঘেষা মধ্য পাথরডুবি গ্রামে। জানাগেছে ঐ গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র আঃ জলিল (৪২) গতকাল ১২ই মে, রোববার ধান কেটে ক্ষেতে শুকাতে দেয়। ঐদিন দিবাগত রাত ১২ টার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ক্ষেতের ধান ঢাকার জন্য পলিথিন নিয়ে ধান ক্ষেতে পৌছামাত্র বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। বাড়ির লোকজন ঘুমিয়ে থাকায় তারা কিছুই বলতে পারেননা। পরেরদিন (সোমবার) সকালে এলাকাবাসী লাশ দেখে আত্বীয় স্বজনকে খবর দিলে তারা ঘটনা জানতে পারে।