দৈনিক সমাজের কন্ঠ

বিতর্কিত কর্মকান্ডের দায়ে ছাত্র অধিকার পরিষদ থেকে বহিষ্কৃতদের নিয়ে নতুন কমিটি গঠন

Briefing

সমাজের কন্ঠ ডেস্ক: ছাত্র অধিকার পরিষদের বহিষ্কৃত ও বিতর্কিতদের নতুন কমিটি। দেশব্যপী হাসির খোরাক।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন ছাত্র অধিকার পরিষদ থেকে বহিস্কৃত ও বিতর্কিতদের দ্বারা গঠিত হলো সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামের নতুন সংগঠন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে এ কমিটি গঠন করা হয়েছে।
২২ সদস্য বিশিষ্ট নতুন এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়। নতুন আহবায়ক কমিটিতে আহবায়ক হয়েছেন এ পি এম সুহেল। তিনি আগে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংবাদ সম্মেলনে নুর, রাশেদ ও ফারুকের বিরুদ্ধে প্রবাসীদের অর্থ, কোটা সংস্কারের আন্দোলনের সময় সংগ্রহ করা অর্থ এবং করোনার ত্রাণের অর্থ নিয়ে নয়ছয় করেছে বলে অভিযোগ তুলে নবগঠিত এই সংগঠের বিতর্কিতরা নেতারা হাসির পাত্র বনে গেছেন।