বিতর্কিত কর্মকান্ডের দায়ে ছাত্র অধিকার পরিষদ থেকে বহিষ্কৃতদের নিয়ে নতুন কমিটি গঠন

0
0
Briefing
সমাজের কন্ঠ ডেস্ক: ছাত্র অধিকার পরিষদের বহিষ্কৃত ও বিতর্কিতদের নতুন কমিটি। দেশব্যপী হাসির খোরাক।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন ছাত্র অধিকার পরিষদ থেকে বহিস্কৃত ও বিতর্কিতদের দ্বারা গঠিত হলো সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামের নতুন সংগঠন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে এ কমিটি গঠন করা হয়েছে।
২২ সদস্য বিশিষ্ট নতুন এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়। নতুন আহবায়ক কমিটিতে আহবায়ক হয়েছেন এ পি এম সুহেল। তিনি আগে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংবাদ সম্মেলনে নুর, রাশেদ ও ফারুকের বিরুদ্ধে প্রবাসীদের অর্থ, কোটা সংস্কারের আন্দোলনের সময় সংগ্রহ করা অর্থ এবং করোনার ত্রাণের অর্থ নিয়ে নয়ছয় করেছে বলে অভিযোগ তুলে নবগঠিত এই সংগঠের বিতর্কিতরা নেতারা হাসির পাত্র বনে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here