অভয়নগরে র্যাবের অভিযানে ৯৩ লিটার বাংলা মদসহ আটক-১
শেখ জাকারয়িা রহমান –
গত কাল রবিবার অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প অভিযান চালিয়ে ৯৩ লিটার দেশীয় তৈরী বাংলা মদসহ সেন্টু হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার বিকালে র্যাব-৬ এর মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে নওয়াপাড়া বাজারের সুপারিপট্টির মনির হোসেনের মদের দোকানের পাশ থেকে ৯৩.২৫লিটার দেশীয় তৈরী বাংলা মদ, একটি মোবাইল ফোন, নগদ ১৩শ’ টাকাসহ সেন্টু হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযান পরিচালক এ এম আশরাফুল ইসলাম (পিপিএম) জানান, গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। উদ্ধার করা মদ লাইসেন্স কৃত মদের দোকানের পাশে রেখে সেন্টু হোসেন অবৈধ ভাবে বিক্রি করছিলো। আমরা তাকে হাতে নাতে ধরেছি। এ ব্যপারে মাদক আইনে অভয়নগর থানায় মামলা হবে। অভিযান শেষে সন্ধ্যায় জব্দকৃত মদসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে র্যাবের যশোর অফিসে নিয়ে যাওয়া হয়।