অভয়নগরের পুড়াখালি বাওড়ে ২৮ কেজি ওজনের মাছ। এলাকায় কৌতুহলের সৃষ্টি।

0
468
  1. নাজমুল হোসেন – যশোর জেলার অভয়নগর উপজেলার পুড়াখালি বাওড় থেকে ২৮ কেজি ওজনের একটি বড় পাওয়া গেছে।অভয়নগরের ৫নং শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী বাওড় ব্যবস্হাপনা সংগঠনের দ্বায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাদের রুটিন অনুযায়ী বাওড় থেকে জেলেদের সাহায্যে জাল দিয়ে মাছ ধরে।তারা এবার বাওড়ে জাল ফেলে তুলতেই দেখে বৃহৎ আকারের ২ টি মাছ।সকলে এ মাছ দেখে অবাক হয়ে যায়।মাছ দুটির সাইজ প্রায় একজন মানুষের সাইজের মতো হবে।মাছ দুটি ওজন করার পর দেখা গেলো একটি মাছ ২৮ কেজি আরেকটি মাছ ২৬ কেজি ওজনের। এ মাছ দুইটি দেখতে আশেপাশের অনেক এলাকা ও দুর-দুরান্ত থেকে লোকজন ছুটে আসে এবং এক পর্যায় বাওড়ে প্রচুর ভিড়ের সৃষ্টি হয়।ঘটনা স্থলে বাওড় ব্যবস্হাপনা সংগঠনের যে সকল সদস্যবৃন্দরা উপস্হিত ছিলেন,তাদের সকলের মন্তব্য এমন বৃহৎ আকারের মাছ তাদের জালে আগে কখনো ধরা পড়েনি। তারা আশাবাদী এমন বৃহৎ আকারের মাছ বাওড়ে আরো রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here