মোরেলগঞ্জে মহান বিজয় দিবস পালিত

0
3

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবসের কার্যক্রম শুরু হয়।

এরপর সকাল ৬ টা ৪৫ মিনিটে মুক্তযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে স্থাপিত স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষে সরকারি কর্মকর্তাদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন
উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান। এর পরপরই উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, প্রেসক্লাব, বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর, স্কাউট, বিভিন্ন রাজনৈতি ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীর চর্চা, ডিসপ্লে প্রদর্শণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠান।

অপর দিকে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেলা ১২টার দিকে বাগেরহাট -৪ আসনে দলীয় প্রার্থী এইচএম বদিউজ্জামাল সোহাগের নেতৃত্বে একটি র্যালি শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র লীগ সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচএম.বদিউজ্জামান সোহাগ। উপজেলা সাদারণ সম্পাদক এম এমদাদুল হকের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা যথাক্রমে অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, চেয়ারম্যন আকরামুজ্জামান, চেয়ারম্যান শাহজাহান আলী খান, সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী হাওলাদার, অধ্যাপক মাহফুজুর রহমান, যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান মনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here