স্টাফ রিপোর্টার –
অভয়নর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীগন নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করলেন। আজ সকালে নেীকা প্রতিকের প্রার্থী শাহ ফরিদ জাহাঙ্গীর পেীরসভার ০৬ নং ওয়ার্ডের মহিলা কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন এবং স্বতন্ত্র আনারস প্রতিকের রবিন অধিকারী ব্যাচা পেীরসভার ০৪ নং ওয়ার্ডের হিজবুল্লাহ আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করেন।