ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় গত ৫ ই জুন পবিত্র ঈদ- উল- ফিতরের দিন সকাল সাড়ে ৬ টার দিকে ফরিদপুর রেল লাইনের পাশে মহাসড়কে Ak Travel পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দূর্ঘটনার কবলে পড়ে ঢাকা কলেজের দর্শন বিভাগের মেধাবী ছাত্র শাহরিয়ার আসাদ সৈকত নিহত হন। নিহত সৈকত কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের আজিজুল হকের ছোট ছেলে। সদ্য প্রয়াত নিহত সৈকতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ই জুন জুম্মার নামাজের পর লাঙ্গলঝাড়া সন্মিলিত মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পরিবারের পক্ষ থেকে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লীগণের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠান পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রয়াত সৈকতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দোয়া অনুষ্ঠানের সভাপতি লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন ইমান আলী শেখ, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তৌহিদুজ্জামান তৌহিদ, আব্দুল ওহাব, মাস্টার বজলুর রহমান, কাদের মল্লিক, হযরত মাওলানা আবু জিয়াদ, মাস্টার অামিরুল ইসলাম, প্রয়াত সৈকতের পিতা আজিজুল হক, সাফি মেম্বারসহ স্থানীয় গর্ণমান্য ব্যক্তি প্রমুখ। মরুহুম সৈকতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মাওলানা আব্দুল বারী।