বিশ্ব রক্তদাতা দিবসে ফুলবাড়ীতে রক্তদাতাদের সম্মাননা প্রদান। “সেচ্ছায় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ”এই
শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে
র্যালী, আলোচনা সভা ও রক্ত দাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার
আয়োজনে দিবসটি উপলক্ষে কেন্দ্রেী শহীদ মিনার বটতলা চত্ত্বর থেকে একটি
র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও শহীদ
মিনার বটতলা চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরনবী মিয়ার
সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, শিক্ষক ও সাংবাদিক আমিনুল ইসলাম,
স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আব্দুল আজিজ মজনু , অবসর
প্রাপ্ত সেনা সার্জেন্ট ফজলুল হক ত্রিপুল, প্রধান শিক্ষক কৃষ্ণ রঞ্জণ
রায়, প্রাক্তন মেম্বার আনছার আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
সেবাজুল ইসলাম সেরা, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া হোসাইন বাঁধন,
সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, প্রমূখ। পরে আলোচনা সভা শেষে ৬০ জন
রক্তদাতাকে সম্মাননা ও পদক প্রদান করা হয়।