সবশেষে আগস্টের এই শোককে শক্তিতে পরিণত করে আমরা দেশকে এগিয়ে নেয়ার কাজে অংশ নিতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে কাজ করার আহ্বান জানাই।
শেখ অলিয়ার রহমান আরো বলেন, এবারের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী। আজ থেকে ৪৪ টি বছর আগে ১৯৭৫ সালে যে স্বপ্নের অকাল মৃত্যূ ঘটেছিল সেখান থেকেই আমাদের আদর্শের শক্তি আরো বাড়ানোর শপথ নিতে হবে বর্তমান তরুণদেরকে। রাত পোহালেই অর্থাৎ আগামীকাল বেদনাবিধূর ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। সবাইকে শোকের দিনে আওয়ামী শক্তিকে আরো বলবান করার অনুরোধ জানিয়ে শেষ করছি।
সবাইকে আমার সালাম এবং ভালবাসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।