অভয়নগরে অভিনব কায়দায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর টাকা লুট 

0
0
মনিরুজ্জামান মিল্টনঃ যশোরের অভয়নগর উপজেলায় অভিনব কায়দায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যংকিং শাখা হতে নগদ  টাকা হাতিয়ে নেওয়ার  ঘটনা ঘটেছে।
শনিবার (৮/০৪/২০২৩) আনুমানিক দুপুর ১টার দিকে অভয়নগরের বর্নী বাজারের এজেন্ট ব্যাংকিং শাখা হতে অত্যন্ত সুকৌশলে টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে প্রতারক চক্র।
জানা যায় দুপুরের দিকে বর্নী বাজারে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর দোকানে শয়তানের নিঃস্বাস বা ডেভিসন ব্রেথ (ডেভিলস স্কোপোলামিন ) নামক মাদক এর সাহায্যে এজেন্ট মালিক শহিদুল ইসলাম(৫৫) এর কাছ থেকে  টাকা লুটে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র।
ঘটনার বর্ননায় ঘটনা স্থলের পার্শ্ববর্তী একজন দোকানদার  আব্দুল আওয়াল জানান  সংঘবদ্ধ  চক্রটি দুপুরে  প্রাইভেট কার  এজেন্ট ব্যাংকিং এর সামনে এসে থামে। ড্রাইভার সহ চার জন থাকা প্রাইভেট কার থেকে দুইজন নেমে এজেন্ট ব্যাংকিং এর ভীতরে ঢুকে কিছুক্ষণ পর বেরিয়ে যায়।
এর পর স্থানীয়রা  ভীতরে ঢুকে শহিদুল ইসলাম কে অচেতন অবস্থায় দেখতে  পায়।
 স্থানীয় রা শহিদুল ইসলাম কে  তৎক্ষনাৎ প্রাথমিক চিকিৎসা করান সেই সাথে ৯৯৯ এ ফোন করে পুলিশ কে ঘটনা জানান।
পুলিশ ফোন পেয়ে ২টার দিকে ঘটনাস্থলে এসে ঘটনার তদন্তে  সিসিটিভির ফুটেজ চেক করেন।
প্রায় আধা ঘন্টা পর ভুক্তভোগী শহিদুল ইসলাম এর জ্ঞান ফেরে।
শহিদুল ইসলাম  জানান প্রাইভেট কার হতে নেমে দুইজন এসে আমার নাকের কাছে এনে জিজ্ঞেস করে ‘” দেখেন তো কি তৈল” আমি নিঃ শ্বাস নেবার পর আর কিছু বলতে পারি না।
তারা আমার ড্রয়ার থেকে সমস্ত টাকা নিয়ে গেছে।”
অভয়নগর থানার (ওসি) এ কে এম শামিম হাসান জানান ” প্রতারকরা ৩০ হাজার টাকা নিয়ে গেছে শুনেছি  তদন্ত পুর্বক আইননুগ ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here