মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার
শিল্পনগরী নওয়াপাড়ায় থেমে থাকা ওয়াগনের সাথে মালবাহী ট্রেনের ধাক্কায় দুটি
বগিলাইনচ্যুত হয়ে পড়ে। ফলে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ধাক্কায় দাঁড়িয়ে
থাকা ওয়াগনগুলো চলতে সুরু করে।
শনিবার ভোর রাত ৪টার দিকে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
রেলস্টেশনের ২ নং লাইনে দাঁড়িয়ে ছিলো ফ্লাই এ্যাশ বোঝায় ওয়াগন। এসময় মালবাহী
একটা ট্রেন ভুলক্রমে একই লাইনে ঢুকে পড়ে এবং দাঁড়িয়ে থাকা ওয়াগনের সাথে
সজরে ধাক্কা লাগে। সাথে সাথে মালবাহী ট্রেনের দুটি বগি লাইন চ্যুতি ঘটে। আর
ধাক্কা লাগা ওয়াগন গুলি চলতে চলতে বেশ কিছুদুর এগিয়ে যায়। পরে খুলনা থেকে
রিলিফ ট্রেন এসে ওয়াগন গুলো ফিরিয়ে আনে এবং লাইনচ্যুত বগি সরিয়ে ফেলে।এ
ঘটনার পর প্রায় তিন ঘন্টা রেল চলাচল বন্ধ হয়ে যায়। লাইন ক্লিয়ার হলে পুনরায়
ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নওয়াপাড়া রেল স্টেশন মাষ্টার এর তথ্য মতে ভুল সিগনাল এর কারনে মালবাহী
ট্রেনটি ২ নং লাইনে ঢুকে এই দুর্ঘটনা ঘটে।
কতৃপক্ষের এই উদাসীনতা মেনে নিতে পারেননি এলাকাবাসী ,সচেতন মহল, তাদের
ধারনা বিষয়টি গুরুতর। এটি দিনের বেলা ঘটলে প্রান হানীর মত ঘটনা ঘটতে পারতো।
তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত আশা করেছেন। সেই সাথে দোষী দের শান্তির আওতায়
আনার জোর দাবী জানিয়েছেন।