স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত প্রতিনিধি দলের সদস্যরা হলেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডা. একে এম আহসান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা: শাহরিয়ার নবী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রফেসর ডা. শাহনাজ বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উপ সচিব আব্দুল কাদের, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক ডা. মুজতাহিদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. উপল সীজার এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের প্রতিনিধি প্রফেসর ডা. এম এ মান্নান।
প্রতিনিধি দলের সদস্যরা আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগ, লাইব্রেরি, মাল্টিমিডিয়া ক্লাস রুম এবং আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আশরাফ-উজ-জামান, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর ডা. আনোয়ার হোসেন মুন্সীসহ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডা. একে এম আহসান হাবিব বলেন, শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব না। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে স্বমন্নয় সাধন করছে। তাই প্রতিষ্ঠানের সংখ্যা ও আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবার গুনগত মান বৃদ্ধি করতে হবে।