সৌদি আরবে নবী মোহাম্মাদ (সাঃ) এর সওদা করা ‘সুক হাবাশা’ বাজারের সন্ধান

0
2

ডা. শাহরিয়ার আহমেদঃ সৌদি আরবে নবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর নবুওয়াত পাওয়ার আগে  সওদা করা ‘সুক হাবাশা’ নামক প্রাচীন বাজারের সন্ধান পেয়েছে গবেষক দল।

সুক হাবাশা নামক প্রাচীন এই বাজারের কথা মহানবীর জীবনীতে উল্লেখ করা আছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজ এমন তথ্য দিয়েছে।

ঐতিহাসিকরা বলেন যে এ বাজারটির কথা মহানবী (সা.)-এর আল-সিরা আল-নবাবিয়ায় (ভবিষ্যদ্বাণীমূলক জীবনী) উল্লেখ করা হয়েছে। তিনি নবুয়াত পাওয়ার আগে বাণিজ্য করার জন্য এ বাজারে এসেছিলেন।

এ বাজারটি সুক হাবাশা নামে পরিচিত। এটা মক্কার একটি প্রাচীন বাজার। প্রাক-ইসলামী এবং প্রাথমিক ইসলামিক যুগে অন্যতম গুরুত্বপূর্ণ আরব বাজার হিসেবে এটা বিখ্যাত ছিল।

এ আরব বাজারটিতে বিভিন্ন মওসুম (ঋতু) অনুসারে নানান পণ্য পাওয়া যেত। এটা ছিল আরব উপদ্বীপের পশ্চিম অঞ্চলের বৃহত্তম বাজারগুলোর মধ্যে একটি।

৪০ বছরেরও বেশি সময় ধরে এই প্রাচীন আরবের বাজারটির অবস্থান শনাক্ত করার প্রচেষ্টা অব্যাহত ছিলো। এ সময় প্রত্নতাত্ত্বিক কমিটি দ্বারা নির্ধারিত বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়েছিল।

সুক হাবাশা নামের বাজারটি মক্কার একটি উপকূলীয় শহর ওয়াদি কানুনার দক্ষিণে অবস্থিত।

 

সূত্র : দ্যা পেনিনসুলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here