অভয়নগরে জমি নিয়ে বিরোধে একটি পরিবার অবরুদ্ধ

0
3

শেখ জাকারিয়া রহমান –
অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের কৃষক ইশারত আলী গাজীর বাড়ির চারপাশে বেড়া দিয়ে ঘিরে রেখে অবরুদ্ধ করে রেখেছে তার আপন ভাই। থানা পুলিশের সহযোগিতায় বেড়া সরিয়ে দেয়া হলেও পরে তা বন্ধ করে দেয়া হয়েছে। গত শনিবার থেকে বাড়ির সকলে অবরুদ্ধ অবস্থায় আছে।
জানা গেছে, জমিজমা নিয়ে অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের ইশারত গাজীর সাথে আপনভাই আলম গাজীর সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে আরম গাজী তার লোকজন নিয়ে শনিবার গভীর রাতে কৃষক ইশরাত গাজীর বাড়ির চার পাশে বেড়া দিয়ে ঘিরে রাখে। ইশরাত গাজী জানায়, ঘটনার রাতে তিনি পরিবার নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান তার বাড়ির চার পাশ বেড়া দিয়ে ঘেরা। এ নিয়ে কথা বলতে গেলে আলম গাজীর লোকজন তাকে মারধর করে। পরে পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে বেড়া খুলে দেয়া হয়। ইশারত গাজীর পরিবার পরিজন নিয়ে গতকাল সোমবার পর্যন্ত অবরুদ্ধ রয়েছেন। খোজ নিয়ে জানা গেছে, পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে আলম গাজী আবার বেড়া দিয়ে ঘিরে রেখেছে।
স্থানীয় গাজীপুর ক্যাম্প ইনচার্জ মোরসালিন জানান, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলম গাজীকে কাজ বন্ধ করতে বলেছি। এবং তাদেরকে শান্ত থাকার জন্য বলেছি। বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here