নওয়াপাড়ায় নৌ-যান শ্রমিক ফেডারেশনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

0
0

স্টাফ রিপোর্টার – বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের নের্তৃবৃন্দকে জামায়াত – বিএনপি বলে আক্ষায়িত করা ও নের্তৃবৃন্দের নামে মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে এক সভা বুধবার বিকালে ফেডারেশনের নওয়াপাড়া শাখায় অনুষ্ঠিত হয়। সভায় নের্তৃবৃন্দ বলেন, নওয়াপাড়া লাইটারেজ শ্রমিক ইউনিয়ন একটি বিতর্কিত ইউনিয়ন। ওই ইউনিয়নের শ্রমিকের সংখ্যা হাতে গোনা কয়েকজন। গত মঙ্গলবার(৩-১২-১৯) ওই বিতর্কিত সংগঠন নওয়াপাড়ায় সভা করে। সভায় ফেডারেশনের নের্তৃবৃন্দকে জামায়াত – বিএনপি আক্ষায়িত করে নানা ধরনের উস্কানি মুলক বক্তব্য প্রদান করেছে। প্রকৃত পক্ষে নওয়াপাড়া লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা সৈয়দ শাহাদাত হোসেন মাষ্টার জামাত বিএপির আমলে চট্টগ্রাম লাইটারেজের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ক্ষমতায় থেকে মালিকদের সাথে দালালী করতেন, অর্থ আত্মসাত ও নানা অনিয়ম করার কারনে তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। পরে তার নের্তৃত্বে নওয়াপাড়া লাইটারেজ শ্রমিক সংগঠন গড়ে ওঠে যা শ্রমিকেরা গ্রহণ করেনি। নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকে ১১ দফা দাবিতে কর্মবিরতি চলাকালিন গত ৩০ নভেম্বর সকালে নওয়াপড়ার চেঙ্গুটিয়া এলাকায় তারা ফেডারেশনে নেতা কর্মীদের ওপর লোহার পাইপ, হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এ ঘটনাকে পুজি করে তারা উল্টে ফেডারেশনের নের্তৃবৃন্দের নামে মিথ্যা অভিযোগ দায়ের করে। ফেডারেশনকে জামাত- বিএনপি আক্ষায়িত করা এবং নের্তৃবৃন্দের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করার জন্য বক্তারা তিব্র প্রতিবাদ ব্যক্ত করেন এবং ওই বিতর্কিত সংগঠনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান করেছেন। ফেডারেশনের নেতা নূরুল হুদা মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,লঞ্চলেবার এসোসিয়েশন খুলনা শাখার যুগ্ম সম্পাদক মো: হাসান মাষ্টার,চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কার্যকারী সদস্য নুরুন নবী মাষ্টার, নৌযান ফেডারেশনের নগরবাড়ি শাখার উপদেষ্টা জসীম মাষ্টার, খুলনা শাখার সহ সভাপতি সিরাজ মাষ্টার,চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সদস্য মিজানুর রহমান ড্রাইভার,লঞ্চ লেবার মোংলা শাখার কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন মাষ্টার,আশুগঞ্জ শাখার সহ সভাপতি জাকির হোসেন মাষ্টার প্রমুখ। সভাটি পরিচালনা করেন নৌ-যান শ্রমিক ফেডারেশনের নওয়াপাড়া শাখার সম্পাদক নিয়ামুল হক রিকো ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here