স্টাফ রিপোর্টার – অভয়নগর উপজেলার হিরক ইটভাটায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকার দায়ে ভ্রাম্যমান আদালত ৭০ হাজার টাকা জরিমানা কওেনির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজ্যেস্ট্রিট মো: নাজমুল হুসাইন খাঁন হিরক ভাটা পরিদর্শণে যান। এ সময়ে ভাটার লাইন্সেন, পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র সহ যাবতীয় কাগজপত্র দেখতে চান চাইলে ভাটা কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হয়। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত বসিয়ে ভাটা মালিক আমির হামজাকে ৭০ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে এক মাসের দন্ডাদেশ প্রদান করেন। পওে মালিক আদালতের কাছে ৭০ হাজার টাকা প্রদান করেন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির সুব্রত দাস ও থানার এস আই মুরসালিন হোসেন প্রমুখ।