স্টাফ রিপোর্টার :
অভয়নগর বøাড ডোনার ক্লাব এলাকার অসহায় মানুষের নিরবে সেবা চালিয়ে যাচ্ছে। ২০১৭ সালে এলাকার কিছু তরুণ উদ্যোগী হয়ে বøাড ডোনার ক্লাব গঠন করে। বর্তমানে এদের সদস্য সংখ্যা শতাধিক। এদের কাছে যে কোন সময় কল করলে ছুটে আসে সেই গ্রæপের রক্ত দান করতে। এলাকার প্রতিটি ক্লিনিকে ও সরকারি হাসপাতালে ক্লাবের সকল সদস্যদের রক্তের গ্রæপ করে তালিকা দেওয়া আছে। রক্ত দান করা ছাড়া এরা শীতবস্ত্র বিতরণ,অসহায়দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় ইত্যাদি সেবা মুলক কাজ করে থাকে। বøাড ডোনার ক্লাবের এডমিন ইমন হুসাইন, সদস্য আল মামুন, হৃদয় কর, মেহেদী হোসেন(ছোট),আল আমিন, সাকিব হোসেন, হৃদয় সিকদার,তোফায়েল হোসেন সহ অনেকে জানায় তারা আত্মমানবতা সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে। তারা সারা জীবন এ কাজ করে যাবে।