অভয়নগর ব্লাড ডোনার ক্লাব এর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে। আমাদের আলো ফুটানোর সময় এখন, আমাদের সকলের উচিৎ সামাজিক অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়া সকলকে সাথে নিয়ে কাজ করার। সেই লক্ষ্যে নিয়ে অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে গতকাল শুক্রবার নওয়াপাড়া রেলস্টেশন এলাকায় অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।অভয়নগর ব্লাড ডোনার ক্লাব এর পক্ষ খাদ্য বিতরণ করেন ,আল মামুন, মেহেদী হাসান ,সালমা হোসেন ,হাসিব আদনান ,রিদয় শিকদার ,জয় কুৃমার, মেহেদী ছোট ,ইমরান হোসাইন, শারিয়ার শুভ ,তানজিন আহম্মেদ ,সজিব মোল্লা ,আল আমিন ,ইমন রিদয় রাকিব,রাকিব হাসান, সপ্ননীল দাস দিপ্ত প্রমুখ ।