স্টাফ রিপোর্টার :ঐতিহ্যবাহী নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসায় ৬৬তম পবিত্র বুখারী শরীফের খতম উপলক্ষে শুক্রবার রাতে পীরবাড়ি শাহী মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। পীরবাড়ি মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থীর সাথে এ বিশেষ দোয়ায় অংশ নেন শতশত ধর্মপ্রাণ মুসল্লিগণ। পীরবাড়ি মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা তৈয়্যেবুর রহমান এ দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দু’হাত তুলে বিশ্বের সকল মজলুম, নিপীড়িত ও নির্যাতিত মুসলি দের প্রতি রহমত বর্ষনের জন্য বিশেষ দোয়া করেন।
এছাড়া বিশ্বে শান্তি ও রহমত কামনা করেন তিনি। দোয়া পরিচালনাকালে ভারত, মিয়ানমার, ফিলিস্তিন, আফগানিস্থানসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের কথা স্মরণ করে তিনি চোখের পানি ছেড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত ও মাগফিরাতের আবেদন জানান।
এ সময় উপস্থিত মুসল্লিদের চোখ দিয়েও পানি ঝরতে দেখা যায়। তিনি পৃথিবীর সকল মুসলমান যারা মৃত্যুবরণ করেছেন তাদের বেহেশত নসিবের জন্য দোয়া কামনা করেন এবং বিশ্বের সকল মুসলিমদের ইসলামের পতাকা তলে সামিল করে কোরআন ও সুন্নাহের পথে জীবন পরিচালনার জন্য রহমত কামনা করেন।
উক্ত দোয়া অনুষ্ঠানে এ বছরে যারা ঐতিহ্যবাহী পীড়বাড়ি থেকে বুখারী শরীফ খতম করে মাস্টার্স সমমানের আলেমের মরতবা লাভ করেছেন তাদের জন্যও বিশেষ দোয়া করা হয়। এ সময় কোরআন হাদিসের আলোকে ইসলামের দিক নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ ও ইসলামি জীবন ব্যবস্থার উপর বিশেষ আলোচনা করেন ঐতিহ্যবাহী নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহতামিম ও নওয়াপাড়ার গদ্দীনশীন পীর আলহাজ্ব হাফেজ শাহ্ আব্দুল্লাহ বোখারী, নওয়াপাড়া বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা গোলাম মওলা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর, পীরবাড়ির সন্তান পীরজাদা শাহ্ ওয়ালীউজ্জামান, পীরজাদা শাহ্ আশরাফুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেন, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ইব্রাহিম হোসেন বিশ্বাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ প্রমুখ। এ মাদ্রাসা থেকে এবার যারা আলেম খেতাব অর্জন করেছেন তারা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর গ্রামের মুহাঃ জয়নাল আবেদীনের ছেলে হাফেজ মাওলানা সুলতান আহমেদ, অভয়নগরের সিদ্ধিপাশা গ্রমের মুহাঃ আলতাফ শেখের ছেলে হাফেজ মাওলানা মাহাঃ রেজাউল করিম, খুলনার ডুমুরিয়া উপজেলার রাজাপুর গ্রামের মুহাঃ সরোয়ার হুসাইনের ছেলে হাফেজ মাওলানা মুহাঃ হুসাইন আহমাদ, মাগুরা জেলার শালিখা উপজেলার কুশখালী গ্রামের মুহা ঃ ষৈয়দ আলী বিশ্বাসের ছেলে মাওলানা মুহাঃ আবু বকর সিদ্দিক, অভয়নগরের বুইকরা গ্রামের মুহাঃ কাওছার শেখের ছেলে হাফেজ মাওলানা মুহাঃ মাসুম বিল্লাহ, যশোর সদর উপজেলার গহেরপুর গ্রামের মুহাঃ ওসমান গণীর ছেলে হাফেজ মাওলানা মুহাঃ আব্দুস সালাম, খুলনার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের মুহাঃ কছিমাত মল্লিকের ছেলে হাফেজ মাওলানা মুহাঃ মাশুক বিন কিছমাত, একই উপজেলার ভুলবাড়িয়া গ্রামের মুহাঃ আঃ রাজ্জাকের ছেলে মাওলানা মুহাঃ আল আমীন, চাঁদগড় গ্রামের মুহাঃ আবুল কালাম বিশ্বাসের ছেলে মাওলানা মুহাঃ ইয়াছিন আলী, অভয়নগরের বর্ণী গ্রামের মুহাঃ মতিউর রহমানের ছেলে মাওলানা মুহাঃ কাওছার আলী, একই গ্রামের মুহাঃ কায়ছেদ আলী শেখের ছেলে মাওলানা মুহাঃ রিয়াজুল ইসলাম, গুয়াখোলা গ্রামের মৃত-বিএম আব্দুল মান্নানের ছেলে মাওলানা মুহাঃ এম এ বশির আহমাদ, দিঘলিয়া গ্রামের মুহা ঃ মনিরুজ্জামানের ছেলে মাওলানা মুহা ঃ খালিদ হাসান, নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের মুহাঃ মোজার মোল্যার ছেলে মাওলানা মুহাঃ রাজিমুদ্দিন, অভয়নগরের গুয়াখোলা গ্রামের মুহাঃ সাখাওয়াত হোসেনের ছেলে মাওলানা মুহাঃ রাশেদুল ইসলাম সাকিব, বুইকারা গ্রামের মুহা ঃ আব্দুল মজিদের ছেলে হাফেজ মাওলানা মুহাঃ আমিনুর রহমান, নওয়াপাড়া গ্রামের পাঁচকবর এলাকার মৃত- আসাদুজ্জামান লিটুর ছেলে মাওলানা মুহাঃ সাইফুল ইসলাম।