ডা. শাহরিয়ার আহমেদ (সম্পাদক): আজ ১৪ই এপ্রিল, ২০২১ অভয়নগর উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হক মোল্যা বাঘার আজ ২য় মৃত্যু বার্ষিকী। তিনি অভয়নগর উপজেলার চেয়ারম্যান থাকাকালীন ২০১৯ সালের ১৪ই এপ্রিল মৃৃত্যুবরন করেন।
১৯৭১ সালের রনাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের বুইকারা গ্রামের ঐতিহ্যবাহী মোল্যা পরিবারে ১৯৩৮ সালে ১৫ই ফেব্রুয়ারী জন্মগ্রহন করেন”।
তিনি সজ্জন ব্যক্তিহিসাবে দলমত নির্বিশেষে সবার নিকট সমাদৃত ছিলেন”।জনাব নূরুল হক মোল্লাকে সকলেই বাঘা নামেই চিনতেন। স্বাধীনতাপূর্ব অভয়নগর থানা আওয়ামী লীগের ২ বার সাংঘঠনিক সম্পাদক এবং ১ বার সহ সভাপতি ছিলেন।
১৯৮৪ সালে আওয়ামী লীগ ত্যাগ করে জাতীয় পার্টিতে যোগদান করেন এবং অভয়নগর থানা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হন”।
১৯৮৬ সালে এরশাদের আমলে প্রথম উপজেলা নির্বাচনে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি ১৯৯৪ তিনি জাতীয়পার্টি ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
পরে তিনি ২০০৩ সালে অভয়নগর থানা বিএনপির সভাপতি নির্বাচিত হন-।তিনি মৃত্যুর দিনপর্যন্ত বিএনপির একজন অবিভাবক হিসাবে বিএনপির সকল কর্মসূচিতে সরব অংশগ্রহন করেন এবং সকল নেতাকর্মির পিতৃতূল্য নেতা হিসাবে বটগাছের মতো আগলে রাখেন-।
২০১৪ সালে উপজেলা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করেন এবং বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি চেয়ারম্যান থাকাবস্হায় ২০১৯ সালের ১৪ই এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়েে ইন্তেকাল করেন।
অভয়নগরের গনমানুষের এই বর্ষিয়ান রাজনীতিবীদ ও সর্বজন শ্রদ্ধেয় জনাব নূরুল হক মোল্যা বাঘাকে আল্লাহপাক জান্নাতুল ফেরদাউস নসীব করুন, আমীন।
নুরুল হক মোল্যা বাঘার মৃত্যু বার্ষিকীতে দৈনিক সমাজের কন্ঠ পত্রিকার তরফ থেকে গভীর শোক প্রকাশ করা হলো ও তার পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা।
ডা. শেখ শাহরিয়ার আহমেদ (প্রকাশক ও সম্পাদক), দৈনিক সমাজের কন্ঠ