স্টাফ রিপোর্টার – নওয়াপাড়া পৌর সভার ৪নং ওয়ার্ডের নোনা ঘাটে ডিপ টিউবয়েল উদ্বোধন করা হয়েছে। আজ বিকালে টিউবয়েল উদ্বোধন করেন অভয়নগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-আহবায়ক শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী মো. আল-আমিন হাওলাদার, লুৎফর রহমান, ব্যবসায়ী শফিকুল ইসলাম ডাবলু, আ’লীগ নেতা জাহাঙ্গীর বিশ্বাস, ফারুখ হোসেন, উপজেলা যুবলীগ নেতা নূরনবী, মুকিত মোল্যা, বেনজীর আহম্মেদ, সাগর মোজুদার, রাশেদ মোল্যা, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাব্বির আহম্মেদ শান্ত, উপজেলা ছাত্রলীগ নেতা বরুন মোল্যা, মির্জা তমাল, আকাশ,আব্দুলা আল মামুন, তুসার, যিহাদ,তুর্জ। ডিপ টিউবওয়েল চালু হওয়ায় নোনা ঘাট এলাকার মানুষের দির্ঘ দিনের পানির সমস্যার লাঘব হবে বলে আশাবাদী। ডিপ টিউবওয়েল উদ্বোধন অনুষ্ঠানের আয়োজনকারী প্রতিষ্ঠান ফাইভ ষ্টার ট্রান্সপোর্ট এজেন্সী।